ওয়ানপ্লাস Ace নামে তাদের নতুন স্মার্টফোন সিরিজ আনার কথা ভাবছে। এদিকে ওয়ানপ্লাসের নতুন এই স্মার্টফোন সিরিজ ওয়ানপ্লাস Ace এ মিডিয়াটেকের হাইপে ওঠা ডাইমেনসিটি চিপসেটের দেখা মিলবে। ওয়ানপ্লাস Ace এর প্রথম স্মার্টফোনে হয়ত মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০০ চিপসেট ব্যবহার করা হবে। যদিও মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ খুব বেশি শক্তিশালী চিপসেট নয়, তবুও এটি হাইএন্ড ৫জি স্মার্টফোনের জন্য তৈরি।
ওয়ানপ্লাস Ace লাইনআপের মাধ্যমে কোম্পানি হাইএন্ড ফাস্ট স্পিড চার্জিং ক্ষমতা এবং গেহ্মিং স্মার্টফোন তৈরির দিকে বেশি ফোকাস দিবে। ২০২০ সালে একইভাবে ওয়ানপ্লাস তাদের Nord সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছিল। সেই ধারবাহিকতায় ওয়ানপ্লাস এবার তাদের এই স্মার্টফোন সিরিজের নাম রাখছে ওয়ানপ্লাস Ace।
তবে, ওয়ানপ্লাস Ace সিরিজ মোটেও বাজেট স্মার্টফোনের লাইনআপ হবেনা। এখানে ওয়ানপ্লাস হাইএন্ড স্মার্টফোন উৎপাদন করবে; যেখানে তারা ব্যবহারকারীদের খুবই উন্নত ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে।
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.