আসছে জিটিএ ৬

ভিডিও গেমস নিয়ে ধারনা রাখেন অথচ জিটিএ সিরিজের গেমস খেলেননি এমন মানুষকে খুব কম খুজে পাওয়া পাওয়া। সর্বশেষ রকস্টার গেমস ৯ বছর আগে জিটিএ সিরিজের গেমস জিটিএ ৫ বাজারে নিয়ে এসেছিল। এবার প্রায় ৯ বছর পর রক্সটার গেমস এর পরবর্তী সিকুয়াল জিটিএ ৬ আনতে চলেছে। আর জিটিএ সিরিজে এই প্রথম এত সময় নিয়ে জিটিএ সিরিজের নতুন কোনো গেমস আনতে চলেছে।

ইতিমধ্যে বিগত জুন মাস রক্সটার গেমস জানিয়েছিল তারা তাদের সকল রিসোর্স তাদের আসছে জিটিএ ৬ প্রজেক্টের পেছনে লাগিয়ে দিয়েছে। জার ফলে তাদের রেড ডেড রিডেমশনের মত গেমের প্রজেক্টে সাময়িক সময়ের জন্য রিসোর্স ব্যয় বন্ধ রেখেছে। এই থেকে স্পষ্ট হয় যে খুব দ্রুতই জিটিএ ফ্র্যাঞ্চাইজির নতুন গেম জিটিএ ৬ আসতে চলেছে।

তবে দুঃখের বিষয় হচ্ছে যে প্রথমে প্লে স্টেশন এবং এক্সবক্স ইউজারদের জন্য এই গেমসটি লঞ্চ হলেও, পিসি গেমারদের জন্য জিটিএ ৬ আসতে অনেক সময় লাগবে। পিসি গেমারদের জন্য ২০২৫ সাল লাগাদ এই গেমসটি রিলিজ হতে পারে।

You're reading eProjonmo, the versatile technology news portal of bd.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *