চাইনিজ টেক জায়ান্ট শাওমি এবার তাদের নিজেদের ইলেকট্রিক কার নিয়ে কাজ করছে। শাওমি তাদের নিজেদের প্রযুক্তিতে সম্পূর্ণ নতুন ধাচের ইলেকট্রিক কার প্রযুক্তি উদ্ভাবনে খুব উঠে-পরে লেগে কাজ করছে। এর মধ্যে শাওমির নতুন একটি ইলেকট্রিক কারের পেটেন্ট দেশটিতে পাশ হয়েছে। ২০১৯ থেকে শাওমি তাদের নতুন পেটেন্ট হওয়া এই ইলেকট্রিক কারের ডিজাইন নিয়ে কাজ করছিল।
শাওমির নতুন ইলেকট্রিক কার কবে নাগাদ লঞ্চ হবে, সে বিষয়ে যদিও কোন ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তাদের নতুন ইলেকট্রিক কার যে, সেডান কিংবা এসইউভি হবে সেটা জানা গিয়েছে। এর মধ্যে শাওমির আরেকটি প্রযুক্তির পেটেন্ট পাশ হয়েছে। আর এই পেটেন্টটি হচ্ছে একটি ওয়াইড এঙ্গেল ক্যামেরা। আর এই ওয়াইড এঙ্গেল ক্যামেরা মোবাইলের জন্য নয়! গাড়ির জন্য।
হয়ত শাওমি তাদের ইলেকট্রিক কারে আটো ড্রাইভিং মোডকে উন্নত করবার জন্য গাড়ির জন্য ডেডিকেটেড এই ওয়াইড এঙ্গেল ক্যামেরা প্রযুক্তি উদ্ভব করেছে। নতুন পেটেন্ট পাশ হওয়া এই ওয়াইড এঙ্গেল ক্যামেরা সিস্টেম, ওয়াইড এঙ্গেলে অনেক ছবি ক্যাপচার করতে পারবে, পাশাপাশি ওয়াইড এঙ্গেলের এর আসেপাশের অব্জেক্টকে সনাক্ত করতে পারবে।
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.