জুলাই থেকে পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা বন্ধ করে দিচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। ইতিমধ্যেই আমেরিকায় এই পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা বন্ধ হয়ে গিয়েছে।
একটি ডিভাইসের নেটওয়ার্কের সাথে সংযুক্ত নেই, এমন একাউন্ট গুলো ৩১ দিনের মধ্যে ব্লক হয়ে যাবে।
একটি একাউন্টএ ব্যবহারকারিরা ইচ্ছা করলে পেইড ভাবে এক্সট্রা মেম্বার রাখতে পারবে, তবে সহজেই আগের একাউন্টে যুক্ত হতে পারবে না।
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.