২০০ মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০

6
0

২০২২ সালের স্মার্টফোন গুলোর জন্য মিডিয়াটেক তাদের নতুন একটি ফ্ল্যাগশীপ গ্রেড চিপসেট উন্মোচন করেছে, আর নতুন এই চিপসেটটির নাম হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০। মূলত মিডিয়াটেকের আগের সাক্সেসর মিডিয়াটেক ডাইমেনডিটি ১২০০ সেটের পরবর্তী প্রজন্ম হিসেবে তারা তাদের নতুন এই মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেটটি বাজারে আনছে।

মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ হচ্ছে মূলত তাদের নতুন একটি অক্টাকোর সেটাপ সিপিইউ। যার মধ্যে ১টি কোর হচ্ছে করটেক্স এ৭৮ যেগুলোর বাজ স্পিড হবে ৩ গিগাহার্জ। আর ৩ টি কোর হবে করটেক্স এ৭৮ সুপার কোর, যাদের বাজস্পিড হবে ২ দশমিক ৬ গিগাহার্জ। আর বাকি ৪টি কোর হবে করটেক্স এ৫৫ পাওয়ার এফিসিয়েন্ট কোর। আর এই ৪টি পাওয়ার এফিসিয়েন্ট কোরগুলোর বাজ স্পিড হবে ২ গিগাহার্জ করে।

মিডিয়াটেকের নতুন এই ডাইমেনসিটি ১৩০০ চিপসেট হবে ৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। ৬ ন্যানোমিটার প্রযুক্তির এই চিপসেট গুলো তৈরি করবে, তাইওয়ান ভিত্তিক চিপসেট ম্যানুফ্যাকচারিং জায়ান্ট টিএসএমসি। নতুন এই চিপসেট হবে ৬৪ ভিত্তিক, অর্থাৎ ডাইমেনসিটি ১৩০০ চিপসেটে ৬৪ বিট ভিত্তিক আপ্লিকেশন সাপোর্ট করবে।

ইমেজ প্রোসেসিং এর জন্য নতুন এই মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেটকে খুবি উন্নত ভাবে অপ্টিমাইজ করা হয়েছে। যার ফলে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেটে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর সাপোর্ট করবে। ডাইমেনসিটি ১৩০০ হার্ডওয়্যার এক্সেলারেটেড এভি১ সাপোর্ট করবার ফলে দ্রুততর ৪কে ভিডিও স্ট্রিমিংও সাপোর্ট করবে। তাছাড়াও এই চিপসেটে অত্যাধুনিক ৩-এক্সপোজার ফিউশন প্রযুক্তি সাপোর্ট করবার ফলে এই চিপসেট সমৃদ্ধ স্মার্টফোনে লোলাইটে খুবি উন্নত মানের ছবি ধারন করা সম্ভব হবে।

ডাইমেনসিটি ১৩০০ চিপসেটে এলপিডিডিআর৫ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করবে। পাশাপাশি ৫জি এবং ৪কে ডিসপ্লে রেজুলেশন সাপোর্ট করবে। ডাইমেনসিটি ১৩০০ এর সাথে জিপিইউ হিসেবে পাওয়া যাবে ARM Mali-G77 MC9 কে।

You're reading eProjonmo, the versatile technology news portal of bd.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *