অনেকেই হয়ত জানেন Vivo X80 সিরিজ খুবই শীঘ্রই উন্মোচন হতে চলেছে। নতুন এই Vivo এক্স৮০ সিরিজে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ সিরিজের প্রসেসর। Vivo X80 এবং X80 Pro দুটি ভেরিয়েন্টে ভিভো এই সিরিজকে নিয়ে আসবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের স্মার্টফোন ডাটাবেস লিস্টে এই দুটি ফোন লিস্টেডও হয়ে গিয়েছে। গিকবেঞ্চে প্রকাশ হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে, স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর। স্মার্টফোনটিতে ১২ জিবি র্যাম এবং এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম থাকবে।
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.