৪৪ বিলিয়ন ডলারে ইলন মাস্ক এই টুইটার কেনার ডিলটি সম্পন্ন করেছেন।
গত সোমবার ইলন মাস্কের অফার গ্রহন করে নিয়েছে টুইটার। বিগত কয়েক সপ্তাহ থেকেই ইলন মাস্ক যে টুইটার কিনতে চাচ্ছেন সেই গুঞ্জন চলে আসছিল। অবশেষে সবাই যা ধারণা করছিল, সেটাই সত্য হল! পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই সামাজিক মাধ্যম টুইটারের দখল চলে গেলো পৃথিবীর অন্যতম ধনি একজন ব্যাক্তি ইলন মাস্কের হাতে। তবে ইলন মাস্ক এই চুক্তিটি গোপনে করতে চেয়েছিলেন, কিন্তু বিষয়টি আর গোপন থাকেনি।
টেসলা এবং স্পেসএক্সে প্রধান ইলন মাস্ক টুইটারে বেশ কিছু পরিবর্তন আনবেন। তার মধ্যে টুইটারকে ভাষা প্রকাশ করার জন্য আরো বেশি উন্মুক্ত মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করবেন। সবাই যেন সুস্থ গণতন্ত্র চর্চা করতে পারে টুইটারকে সেই রকম একটি মাধ্যমে পরিনত করবেন।
আরো পড়ুনঃ ইলন মাস্ক – বহু সফল কোম্পানির মালিক
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.