গিটহাবে টুইটারের অলগরিদমকে ‘ওপেন সোর্স’ করলেন ইলন মাস্ক

২০২২ সালের মার্চের ২৪ তারিখে ইলন মাস্ক তার ফলোয়ারদের বলেছিলেন টুইটারের অলগরিদম ওপেন সোর্স হওয়া উচিত কিনা? সেখানে ৮৩% মানুষ বলেছিলেন টুইটারের অলগরিদম ওপেন হওয়া উচিত। অবশেষে সেই বিষয়টি মাথায় রেখে নিজের দেয়া প্রতিশ্রুতি রাখলেন ইলন মাস্ক। ইতিমধ্যে তিনি গিটহাবে টুইটারের অলগরিদমকে ‘ওপেন সোর্স’ হিসেবে রিলিজ করে দিয়েছেন। 

এইদিকে টুইটারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল যে, টুইটার উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন টুইটকে র‍্যাঙ্ক করে, বেশি প্রচার করে। এইসকল অভিযোগের বিরুদ্ধে একদম সরাসরি চাবুক প্রহার হল ইলন মাস্কের এই উদ্যোগ। 

মূলত টুইটারের অলগরিদম ওপেন সোর্স হওয়ার ফলে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ার টুইট র‍্যাঙ্ক হওয়া এবং তাঁদের কার্যাবলী সম্পর্কে অনেক স্পষ্ট ধারনা পাওয়া সম্ভব হয়েছে এবং এখনও গবেষকরা রিলিজ হওয়া কোডগুলো থেকে অনেক কিছু গবেষণা করছেন। 

লিংকঃ https://github.com/twitter/the-algorithm/blob/7f90d0ca342b928b479b512ec51ac2c3821f5922/home-mixer/server/src/main/scala/com/twitter/home_mixer/functional_component/decorator/HomeTweetTypePredicates.scala#L224-L246

You're reading eProjonmo, the versatile technology news portal of bd.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *