ওপেনএআই এর চ্যাটজিপিটি টেক ইউজারদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে গেলেও, গুগলের এআই চ্যাট মডেল গুগল বার্ডের এখন পর্যন্ত কোন উল্লেখযোগ্য ব্যবহার প্রকাশ হয়নি! ইতিমধ্যে গুগল অনেকবার দাবি করেছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই নিয়ে অনেক বেশি আগ্রহী; এবং তারা তাঁদের বার্ড এআই মডেলের মাধ্যমে এআই চ্যাটবটের ধারা বদলে দেবে!
গুগল তাঁদের ডিপমাইন্ড ডিভিশনের পেছনে অনেক অর্থ বিনিয়োগ করেছে এবং তারা ওপেন-এআই এর মতন তাঁদের নিজস্ব একটি এআই প্লাটফর্মও তৈরি করতে যাচ্ছে, যেটার নাম হবে জেমিনি।
ইতিমধ্যে অভিযোগ ছড়িয়েছে যে, গুগল ৩য় পক্ষের একটি প্লাটফর্মের মাধ্যমে চ্যাটজিপিটির ডাটা থেকে তাঁদের বার্ড এআই কে ট্রেইন করছে। তবে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোন ৩য় পক্ষের প্লাটফর্মের মাধ্যমে চ্যাটজিপিটি থেকে তাঁদের বার্ড এআইকে ট্রেইন করেছে না।
গুগলের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে, তাঁদের ব্রেইন টিম অর্থাৎ যে টিম তাঁদের বার্ড নিয়ে কাজ করছে। তারা শেয়ারজিপিটি নামক একটি প্লাটফর্ম যেখানে মানুষ চ্যাটজিপিটির কনভারসেশন শেয়ার করে; এই শেয়ারজিপিটি থেকে তাঁদের বার্ড এআইকে ট্রেইন করছে। ইতিমধ্যে এই ঘটনার পরে গুগলের ব্রেইন টিম থেকে একজন সিনিয়র এআই রিসার্চারের চাকরি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেবারও ঘটনা ঘটেছে!
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.