বর্তমানে চাইনিজ স্মার্টফোন তৈরিকারক কোম্পানিগুলো খুব বেশি পরিমানে কোয়ালকম এবং মিডিয়াটেকের উপর নির্ভরশীল, স্মার্টফোনের চিপসেটের জন্য। ওয়ানপ্লাস, অপো, ভিভো, শাওমি কিংবা স্যামসাং সকল কোম্পানিই তাদের ফ্ল্যাগশিপ হোক কিংবা সাধারন স্মার্টফোন! প্রসেসরের জন্য মিডিয়াটেক কিংবা কোয়ালকমের মতন জায়ান্টের উপরই নির্ভরশীল।
- দীর্ঘ সময়ের হিসেবে হয়ত মিডিয়াটেক এবং কোয়ালকম চিপসেটের বাজার হারাতে চলেছে। কেননা, দিন দিন সকল স্মার্টফোন কোম্পানিগুলো নিজেদের তৈরি চিপসেট ডিজাইন করবার করথা ভাবছে।
- চাইনিজ স্মার্টফোন ওইএম কোম্পানিগুলো খুব বেশি পরিমানে মিডিয়াটেক এবং কোয়ালকমের মতন প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে। যা স্মার্টফোন উৎপাদন শিল্পে একটি অস্থিরতা সৃষ্টি করেছে।
- নিজস্ব চিপসেট ডিজাইন করবার ফলে, স্মার্টফোন ব্র্যান্ডগুলো নিজেদের স্মার্টফোনের পারফরমেন্স এবং মানের নিয়ন্ত্রনে আরো অনেক বেশি স্বাধীনতা পাচ্ছে।
তবে বর্তমানে স্মার্টফোন তৈরিকারক কোম্পানিদের ভেতর যেভাবে নিজেদের ডিজাইন করা চিপসেটের প্রতি ঝোঁক বাড়ছে; শঙ্কা বাড়ছে যে খুবই দ্রুত কোয়ালকম কিংবা মিডিয়াটেকের মতন কোম্পানির চাহিদা কমে যাবে। বর্তমানে গুগল, স্যামসাং এবং অ্যাপেল হচ্ছে বড় বড় কিছু কোম্পানি যারা নিজেদের তৈরি করা চিপসেট দিয়েই স্মার্টফোন উৎপাদন করছে।
যদিও নিজেদের ডিজাইন করা চিপসেট তৈরি করে নিয়ে স্মার্টফোন উৎপাদনকারক কোম্পানিদের ৩য় পক্ষ চিপ উৎপাদনকারি কোম্পানির সহযোগিতা নিতে হচ্ছে। তবুও, নিজেদের ডিজাইন করা চিপসেটের কারনে সেসব কোম্পানিদের তাদের স্মার্টফোনগুলোকে কাস্টমাইজ করার সুযোগ অনেক বেশি পরিমানে থাকছে। যেসব কোম্পানি নিজেদের তৈরি করা চিপসেটে স্মার্টফোন তৈরি করছে, দিন দিন তাদের স্মার্টফোন আরো বেশি শক্তিশালী এবং এফিসিয়েন্ট স্মার্টফোন হিসেবে বাজারে প্রতিষ্ঠিত হচ্ছে। এতে করে, একটি বিষয় সামনে উঠে আসছে যে, হয়ত খুবই দ্রুত মিডিয়াটেক এবং কোয়ালকম চিপসেটের বাজার হারাতে চলেছে।
কেবল যে গুগল, অ্যাপেল কিংবা স্যামসাং তা কিন্তু নয়! দিন দিন আরো অনেক নতুন স্মার্টফোন উৎপাদনকারক কোম্পানি নিজেদের ডিজাইন করা চিপসেটের দিকে ঝুঁকছে। আর সঙ্কা শঙ্কা আরো বেড়েই যাচ্ছে যে, মিডিয়াটেক এবং কোয়ালকম স্মার্টফোনের চিপসেটের বাজার হারাতে চলেছে!
কোয়ালকম এবং মিডিয়াটেকের মতন স্মার্টফোন চিপসেট জায়ান্টের অন্যতম একটি গ্রাহক হচ্ছে অপো। বিবিকে ইলেক্ট্রনিক্সের অধীনে অপো পৃথিবীর অন্যতম বড় স্মার্টফোন ব্র্যান্ড। কিছু রিপোর্ট মোতাবেক দেখা দিয়েছে যে, ২০২৪ সাল নাগাদ অপো’ও তাদের নিজেদের ডিজাইন করা চিপসেট সমৃদ্ধ স্মার্টফোন বাজারে নিয়ে আসবে। যেখানে অন্যান্য কোম্পানি নিজেদের কাস্টম চিপসেট কেবল হাইএন্ড স্মার্টফোনের জন্য তৈরি করছে! অন্যদিকে অপো তাদের নিজেদের চিপসেট গুলো লোএন্ড স্মার্টফোনগুলোকে ফোকাস করে তৈরি করবে। আর লো-এন্ড স্মার্টফোনগুলোকে টার্গেট করে তৈরি করা অপোর নিজস্ব স্মার্টফোন চিপসেট, অবশ্যই কোম্পানির জন্য দারুন সুফল বয়ে নিয়ে আসতে পারে।
নিজস্ব চিপসেটে আসতে পারলে স্মার্টফোন উৎপাদনকারি কোম্পানিদের যেমন নিজেদের স্মার্টফোন তৈরিতে অনেক বেশি স্বাধীনতা থাকবে; তেমনি ভাবে স্মার্টফোন উৎপাদন চেইনেও অনেক বড় বিপ্লব আসবে। কোভিড ১৯ বিপর্জয়ের কারনে যেমন স্পেসিফিক লাইনআপের বিভিন্ন চিপে কমতি দেখা গিয়েছিল, তেমন কোন বড় সমস্যা আর আসবে না।
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.