ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১০ প্রো : যা যা থাকছে!

চায়নায় প্রাথমিকভাবে উন্মোচনের পরে এবার ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনের গ্লোবাল উন্মোচন করল। সম্প্রতি ওয়ানপ্লাস ভারন, ইউরোপ এবং উত্তর আমেরিকার বাজারে তাদের নতুন এই ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনটি নিয়ে এসেছে। এই নিউজে আমরা ওয়ানপ্লাসের নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব।

ওয়ানপ্লাস তাদের নতুন এই ওয়ানপ্লাস ১০ প্রো এর ডিজাইন আইডিয়া অনেকটা অনেকটা স্যামসাং এর গ্যালাক্সি এস২১ সিরিজ থেকে নেবার চেষ্টা করেছে। ব্যবহারকারীরা ওয়ানপ্লাস ১০ প্রো এর মধ্যে গ্যালাক্সি এস২১ সিরিজের ডিজাইনের ধাচ দেখতে পারবেন। পাশাপাশি ওয়ানপ্লাস তাদের নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে মেটাল ক্যামেরা হাউজিং নিয়ে এসেছে। আর ওয়ানপ্লাসের এই মেটাল ক্যামেরা হাউজিং স্মার্টফোনটির রিয়ার প্যানেলের সাথে খুব ভালোভাবেই মিশে গিয়েছে।

ফোনটির ডান পাশের এজে ওয়ানপ্লাসের সিগনেচার এলার্ট স্লাইডারের দেখা পাওয়া যাবে। ওয়ানপ্লাস তাদের আগের ফ্ল্যাগশিপ মডেলের মতন করে এই ফোনটিতে রিয়ারের গ্লাস ম্যাট ফিনিস দিয়েছে। যদি ওজনের কথা বলতে হয় স্মার্টফোনটির ওজন অনেক স্ট্যান্ডার্ড, কেননা ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসের ব্যাটারি সহ ওজন প্রায় ২০০ গ্রামের মতন।

ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসের ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে ৬ দশমিক ৭ ইঞ্চি সাইজের এলটিপিও অমোলেড ডিসপ্লে। আর এই অমোলেড ডিসপ্লের রিফ্রেস রেট ১ থেকে ১২০ হার্জ। আর এই কার্ভড ডিসপ্লেটির রেজুলেশন ৩২১৬*১৪৪০ পিক্সেল। ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসের ব্রাইটনেস লেভেল ৫২৫ পিপিআই, অর্থাৎ ব্রাইটনেসের দিক দিয়েও ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসটি যথেষ্ট এগিয়ে। ফোনটির ডিসপ্লের উপরের বাম কর্নারে দেখতে পারবেন একটি পাঞ্চহোল সেলফি ক্যামেরা, ফোনটির ডিসপ্লের মধ্যেই দিয়ে হয়েছে বিল্টইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রোটেকশনের দিক দিয়ে ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসে ব্যবহারকারীরা পাবে করনিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।

ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসে ব্যবহারকারীরা দেখা পাবেন স্ন্যাপড্রাগন ৮ জেন চিপসেটের। আর শক্তিশালী এই চিপসেটের পাশাপাশি ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসে পেয়ে যাবেন এলপি-ডিডিআর৫ র‍্যামের সাথে ইউএফএস ৩ দশমিক ১ স্টোরেজ। অর্থাৎ মেমোরি সেকশনের দিক দিয়ে ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসটি কতোটা তা কিন্তু আমরা ধারণা করতেই পাচ্ছি।

ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসে ব্যবহার করা হয়েছে কালার ওএস ১২ দশমিক ১ ভিত্তিক এন্ড্রয়েডের লেটেস্ট ১২ সংস্করণ। ওয়ানপ্লাস তাদের এই ১ প্রো ডিভাইসে অপ্পোর কালার ওএস কাস্টম রম ব্যবহার করেছে, যার ফলে ব্যবহারকারিরা এই ফোনটিতে হাইপারবুস্ট প্রযুক্তি পেয়ে যাবেন গেমিংএ দারুন অভিজ্ঞতার জন্য।

ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসে ব্যবহারকারিরা পেয়ে যাবেন ৫০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। আর উত্তর আমেরিকার সংস্করণে ওয়ানপ্লাস ফোনটির বক্সের মধ্যে একটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এডাপ্টারও প্রোভাইড করেছে। যেখানে ইউরোপ এবং ইন্ডিইয়ান সাবকন্টিনেন্টের ব্যবহারকারিরা পাবেন ৮০ ওয়াট সুপার ভিওওসি পাওয়ার ব্রিক। ওয়ানপ্লাস ১০ প্রো ৫০ ওয়াট এয়ার ভিওওসি ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে। ফোনটি রিভার্স চার্জিংও সাপোর্ট করবে, যার ফলে আপনি স্মার্টফোনটি দিয়ে আপনার হেডফোন কিংবা স্মার্টওয়াচটি খুব সহজেই চার্জ দিতে পারবেন।

ফোনটির আরো কিছু টেকনিক্যাল ফিচার হচ্ছে, আপনি ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনে পেয়ে যাবেন ৫জি কানেক্টিভিটি, ওয়াইফাই ৬ প্রযুক্তি, ব্লুটুথ ৫ দশমিক ২ প্রযুক্তি, জিএনএসএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি, এস-এক্সিস লিনিয়ার ভাইব্রেশন সেন্সর, ডূয়াল স্টেরিও স্পিকার সহ আরো অনেক কিছু। ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসের ডুয়াল স্ট্রেরিও স্পিকার ডলবি এটমস সাউন্ড টেকনোলজি সাপোর্ট করবে।

ওয়ানপ্লাস ১০ প্রো ডিভাইসের রিয়ার প্যানেলে দেখতে পারবেন ট্রিপল ক্যামেরা সেটাপ। যেখানে প্রাইমারি সেন্সর হিসেবে দেখতে পারবেন ‘অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন’ প্রযুক্তি সম্বলিত সনির ৪৮ মেগাপিক্সেল আইএমএক্স৭৮৯ ক্যামেরা সেন্সর। পাশাপাশি ওয়াইড এঙ্গেলের জন্য এতে পেয়ে যাবেন স্যমসাং এর ৫০ মেগাপিক্সেল আইএসওসেল জেএন১ ১৫০ ডিগ্রি ক্যামেরা সেন্সর। আর সর্বশেষ জে রিয়ার সেন্সরটি পাবেন, সেটা হচ্ছে ৮ মেগাপিক্সেল ৩ দশমিক ৩এক্স টেলিফটো লেন্স সমৃদ্ধ ‘অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন’ প্রযুক্তি সম্বলিত একটি ক্যামেরা সেন্সর। ফ্রন্টে পেয়ে যাবেন সনি আইএমএক্স৬১৫ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

উত্তর আমেরিকায় এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৭৭৫০০ টাকা। ভারতের বাজারে যার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৬৫০০ টাকায়। অন্যদিকে ভারতের বাজারে এর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৮২০০০ টাকা।

You're reading eProjonmo, the versatile technology news portal of bd.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments (1)