বাজেট লাইনআপে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন নারজো এন৫৫। মূলত নারজোর এন সিরিজের প্রথম স্মার্টফোন হতে চলেছে এটি।
প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু দুটি কালারে স্মার্টফোনটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয়। নারজো এন৫৫ স্মার্টফোনটিকে পাওয়ারআপ করবে মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপসেট।
এই স্মার্টফোনে পাওয়া যাবে ৬ দশমিক ৭২ ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেল। এই ডিসপ্লে প্যানেলটির রিফ্রেশ রেট ৯০হার্জ।
৪ ও ৬ জিবি র্যাম এবং ৬৪ ও ১২৮ জিবি রমের দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে স্মার্টফোনটি এবং ৫০০০ এমএএইচ ব্যাটারিটি ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে এর ব্যাক প্যানেলের ৬৪ মেগাপিক্সেল ওমনিভিশন প্রাইমারি ক্যামেরা সেন্সর।
ভারতের বাজারে স্মার্টফোনটির দাম হবে ১২ হাজার রুপি। সেই হিসেবে ধারনা করা যাচ্ছে বাংলাদেশে ১৫ হাজারের আসেপাশে দামে এই ডিভাইসটি পাওয়া যাবে।
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.