শাওমি তাদের বাজেট স্মার্টফোন লাইনআপে যুক্ত করেছে নতুন স্মার্টফোন Redmi 10A। শাওমি দাবি করছে তাদের নতুন এই Redmi 10A স্মার্টফোন একচার্জে দুইদিন পর্যন্ত ব্যাকআপ দিবে।
মার্চে চায়নায় Redmi 10A লঞ্চ হবার পরে এপ্রিল মাস থেকে স্মার্টফোনটি বাংলাদেশ এবং ভারতের বাজারে লঞ্চ হয়েছে। Redmi 10A স্মার্টফোনটি ভারতের বাজারে দাম হচ্ছে ৮৪৯৯ রুপি। আর বাংলাদেশের বাজারে Redmi 10A এর দাম ১০৬০০ টাকা। স্মার্টফোনটি পাওয়া যাবে মিডিয়াটেকের প্রসেসর। শাওমি স্মার্টফোনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি স্থাপন করেছে যার ফলে স্মার্টফোনটি রেগুলার চার্জে অনায়াসে দুইদিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করবে।
স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে। এর মধ্যে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রম ভেরিয়েন্টের দাম ১০ হাজার ৬০০ টাকা। আর Redmi 10Aএর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ভেরিয়েন্টের দাম ১১ হাজার ৮০০ টাকা। স্মার্টফোনটি কালো, নীল এবং লাল তিনটি কালার ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি২৫ প্রসেসর। পাশাপাশি ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে এন্ড্রয়েড ১১ সংস্করণ।
Redmi 10A স্মার্টফোনে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। আর ফ্রন্টে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে থাকছে ৬ দশমিক ৫৩ ইঞ্চি সাইজের ৪০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ আইপিএস ডিসপ্লে।
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.