কয়েকমাস পার হয়ে গিয়েছে, শাওমি তাদের শাওমি ১২ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে। তবুও, শাওমি ১২ স্মার্টফোন পরিবারটি পরিপূর্ণ হতে পারেনি! কেন? কারন এখনও শাওমি ১২ স্মার্টফোনে সিরিজের আল্ট্রা এবং লাইট ভেরিয়েন্ট এখন বেরই হয়নি। ইতিপূর্বে শাওমি ১১ স্মার্টফোন ফ্যামিলির শাওমি ১১ আল্ট্রা এবং শাওমি ১১ লাইট ভেরিয়েন্ট বের হয়েছিল।
তবে, অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শাওমি তাদের শাওমি ১২ সিরিজের অধীনে আনতে চলেছে নতুন স্মার্টফোন শাওমি ১২ লাইট। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে জানা গিয়েছে, শাওমি ১২ লাইট স্মার্টফোনে ব্যবহার করা চিপসেট হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি। শাওমি ১২ লাইট স্মার্টফোন আসবে ৬জিবি র্যাম/১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম/ ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে।
শাওমি ১ লাইট ডিভাইসে ৬ দশমিক ৫৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে। পাশাপাশি ৬৪ মেগাপিক্সেল মেইন সেন্সর সহ এতে একটি ট্রিপল ক্যামেরা সেটাপেরও দেখা মিলবে।
You're reading eProjonmo, the versatile technology news portal of bd.