গুগল প্লে স্টোরে থাকছেনা কোন কল রেকর্ডিং অ্যাপ

গুগল প্লে স্টোর থেকে কল রেকর্ডিং করতে পারে এমন সব অ্যাপ  সরিয়ে নিবে টেক জায়ান্ট গুগল। মূলত ব্যবহারকারিদের প্রাউভেসির কথা চিন্তা করে তাদের নিজস্ব এন্ড্রয়েড অ্যাপ স্টোর থেকে যেসকল অ্যাপ কল রেকর্ডিং এর এপিআই ব্যবহার  করে  এমন সকল অ্যাপ সরিয়ে নিবে তারা।

মে মাসের ১১ তারিখ থেকে গুগল প্লে  স্টোর থেকে কল রেকর্ডিং করতে পারে এমন সকল অ্যাপের দেখা পাওয়া যাবেনা। মূলত তৃতীয় পক্ষ অ্যাপ গুলোর উপর নজরদারি বারানোর কর্মসূচি স্বরূপ গুগল এই কাজটি করতে চলেছে।

পৃথিবীব্যাপি কল রেকর্ডিং আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গুগল এই কাজটি করতে চলেছে। তবে যাদের ফোনে আগে থেকে এমন অ্যাপ ইন্সটল করা রয়েছে তাদের তেমন কোন সমস্যা হবেনা, শুধু নতুন করে এমন অ্যাপ কেউ ইন্সটল করতে পারবেন না।

তবে  গুগল পিক্সেল এবং শাওমির সিস্টেমে আগে থেকে থাকা কল রেকর্ডিং ফাংশন এই নিষেধের বাইরে থাকবে। তবে গুগল এখন তাদের বিষয়ে তেমন কিছু খোলাসা করেনি।হয়ত তাদের নিজেদের পিক্সেল এবং শাওমির মত তৃতীয় পক্ষ স্মার্টফোন তৈরিকারকদের জন্য পরে নতুন নীতিমালা তৈরি করে দিবে গুগল।

You're reading eProjonmo, the versatile technology news portal of bd.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *